বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে ৫ হাজার রান এবং ৩৫০+ উইকেটের বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান।

নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে আগামী নভেম্বরে মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় মাঠে ফিরেই গড়তে যাচ্ছেন একটি রেকর্ড। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এই মাইলফলক থেকে সাকিব মাত্র ৩০ রান দূরে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত ৩০৮ ম্যাচে তিনি করেছেন ৪,৯৭০ রান। গড় ২১.০৫। রয়েছে ১৯ ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৮৬* রানের। বিশ্ব ক্রিকেটের অন্যতম ফেরিওয়ালার সাকিব-আল-হাসান খেলেছেন ক্রিকেট বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ। আর তাইতো আরো একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব।

ক্রিকেট বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০+ উইকেট এবং ৫ হাজার রানের বিশাল মাইলফলকে সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫৪ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

এখন শুধু মাত্র ৩০ রান করলেই ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডুয়েন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ হাজার রান এবং ৩৫০ উইকেটের মালিক হবেন সাকিব।

সাকিব এই রান এবং উইকেট নিয়েছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে করেছেন। আগামী নভেম্বরের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলবেন সাকিব আল হাসান।





সাকিবের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। ২০৬ ম্যাচে এখন পর্যন্ত ৫৭৬৬ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলবেন সাকিব। আরে টুর্নামেন্ট কে সামনে রেখে আগামী ৫ নভেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে সাকিব আল হাসানের।