টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ক্রিস গেইল

‘দ্য ইউনিভার্স বস’ ক্রিকেট বিশ্বে এই নামটা শুধু একজনেরই আছে। আর তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল। ক্রিকেট বিশ্বের অনেক বড় বড় রেকর্ড তার দখলে। টি-টোয়েন্টি ক্রিকেটে তার উপরে নেই আর কোন ব্যাটসম্যান। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

তবে আজ আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন ক্রিস গেইল। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। তার ধারে কাছে নেই আর কোন ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ক্রিস গেইল করেছেন ১৩৫৭৪ রান।

যার অর্ধেক রানই তিনি করেছেন ছক্কা হাঁকিয়ে। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার ৪১টি চার মেরেছেন ক্রিস গেইল। আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল রাজস্থান রয়েলস এর বিপক্ষে ৬৩ বলে ৬ টিচার এবং ৮ ছক্কার সাহায্যে ৯৯ রান করে আউট হন ক্রিস গেইল।

আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে সাজঘরের পথ ধরেন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান মানদ্বীপ সিং। এরপর মাত্র ১৩.৪ ওভারে ১২০ রানের জুটি গড়েন অধিনায়ক লোকেশ রাহুল ও তিনে নামা ক্রিস গেইল। তাদের জুটিতে পাঞ্জাব পায় বড় সংগ্রহের ভিত।

এখনও পর্যন্ত আইপিএলের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল আউট হন ৪১ বলে ৪৬ রান করে। এরপর মিনি ঝড় তোলেন গেইলের স্বদেশি নিকলাস পুরান। মাত্র ১০ বলের ইনিংসে ছক্কা মারেন তিনটি, করেন ২২ রান। পুরান আউট হয়ে যান দলীয় ১৬২ রানের সময়।

উনিশতম ওভারে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০০০তম ছক্কা হাঁকান গেইল। পরের ওভারে জোফরা আর্চারকে ছক্কা মেরে পৌঁছে যান ইনিংসে ব্যক্তিগত ৯৯ রানে। কিন্তু পরের বলেই গেইলকে বোল্ড করে প্রতিশোধ নিয়ে নেন আর্চার। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করে মাঠের মধ্যেই হতাশা প্রকাশ করেন গেইল।





যদিও মাঠ ছাড়ার আগে ঠিকই আর্চারের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন এ ক্যারিবীয় ব্যাটিং দানব। পরে ব্রডকাস্টারদের সঙ্গে কথোপকথনে জানিয়েছেন, ৯৯ রানে আউট হলেও, তিনি নিজে এটিকে সেঞ্চুরি হিসেবেই ধরে নিয়েছেন। যা পাঞ্জাবকে এনে দিয়েছে ১৮৫ রানের বড় সংগ্রহ।