মাঠে ফিরেই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে রেকর্ড গড়তে যাচ্ছেন সাকিব আল হাসান

নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে আগামী নভেম্বরে মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় মাঠে ফিরেই গড়তে যাচ্ছেন একটি রেকর্ড। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এই মাইলফলক থেকে সাকিব মাত্র ৩০ রান দূরে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত ৩০৮ ম্যাচে তিনি করেছেন ৪,৯৭০ রান। গড় ২১.০৫। রয়েছে ১৯ ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৮৬* রানের। বিশ্ব ক্রিকেটের অন্যতম ফেরিওয়ালার সাকিব-আল-হাসান খেলেছেন ক্রিকেট বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ।

সাকিব এই রান করেছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে করেছেন। আগামী নভেম্বরের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলবেন সাকিব আল হাসান।





আর এই টুর্নামেন্টে ৩০ রান করতে পারলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। সিকিবের পরেই বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। ১৯২ ম্যাচে মুশফিকুর রহিম করেছেন করেছেন ৪,০০১ রান।