সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ‘ভারতীয় ক্রিকেটার’ পরিচয় মুখে ফেলেন রোহিত শর্মা

নিঃসন্দেহে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সেরা ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে একজন ভারতের রোহিত শর্মা। আর সেই রোহিত শর্মাকে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট দলের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। আর এরপর থেকেই ভারত ক্রিকেট বোর্ড নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক চোটের কারণে আপাতত দল থেকে বাইরে রয়েছেন। তবে খুব শীঘ্রই দলে ফিরছেন তিনি। আগামী ৩ নভেম্বর সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ম্যাচে খেলবেন রোহিত শর্মা। কিন্তু হঠাৎ করেই কেন রোহিত শর্মা কে বাদ দিলো তার ব্যাখ্যা এখনো ভারত ক্রিকেট বোর্ডের দিতে পারেনি।

এদিকে আজ ভারতীয় জাতীয় দলের ওপেনার রোহিত শর্মা তার টুইটার এবং ইনস্টাগ্রাম থেকে ‘ভারতীয় ক্রিকেটার’ পরিচয় মুছে ফেলেছেন। ইনজুরির ‘অজুহাত’ দেখিয়ে অস্ট্রেলিয়া সফরের তিন ফরম্যাটের দল থেকেই বাদ দেওয়া হয়েছে তাকে। ক্ষোভে রোহিত তাই কাজটা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

২৬ অক্টোবর বিসিসিআই দল ঘোষণা করে। ২৭ অক্টোবর রোহিত শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভারতীয় ক্রিকেটার পরিচয় মুখে ফেলেন। তাকে দলে না নেওয়ায় অবশ্য হতবাক হয়েছেন সুনীল গাভাস্কার, বিরেন্দ্র শেবাগের মতো সাবেকরাও।

গাভাস্কার তো বোর্ডের কাছে রোহিতকে বাদ দেওয়ার ব্যাখ্যাও চেয়েছেন। আর রোহিতের অনুশীলনে ফেরার ছবি দিয়ে শেবাগ টুইট করেছেন, তার ইনজুরিই যদি হবে মাঠে কী করছে?

এছাড়া রোহিত শর্মা টুইটার-ইনস্টাগ্রাম থেকে ভারতীয় ক্রিকেটার পরিচয় ফেলে দেওয়ায় অবাক হয়েছেন ভক্তরাও। এ নিয়েও টুইটারে বেশ আলোচনা। ধারণা করা হচ্ছে বোর্ডের সঙ্গে রোহিতের কোন ঝামেলা হয়েছে। যে কারণে দলে নেই তিনি।





এমনিতে ভারতীয় ক্রিকেট রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুইভাবে বিভক্ত বলে গুঞ্জন আছে। একদল বিরাটের নেতৃত্ব পছন্দ করেন না। নেতা হিসেবে তারা রোহিতকে চান। দল থেকে রোহিতকে বাদ দেওয়া তারই ‘প্রতিশোধ’ বলে ধারণা করা হচ্ছে।