অবশেষে মুক্তি পেলেন সাকিব আল হাসান। আজ থেকে সকল ধরনের ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত বছরের ছোট একটি ভুলের কারণে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।
তবে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে গতকাল। এখন মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরবেন সাকিব আল হাসান। অনুশীলন সেরে নভেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান।
তবে, এবার ক্রিকেটে ফিরে আগের মতো আর কোনো ভুল করতে চান না বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের সেরাটা দিয়ে দেশের ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চান। ক্রিকেটে নবাগতদের পরামর্শ দিয়ে তাদের দক্ষতা উন্নতিতে ভূমিকা রাখতে চান। মঙ্গলবার নিউইয়র্কে বর্ণাঢ্য এক শুভেচ্ছা বিনিময়-সমাবেশে সাকিব আল হাসান এসব কথা বলেন।
সাকিব আল হাসান বলেন, ‘বিসিবির নির্দেশ অনুযায়ী মাঠে নামব। এ ব্যাপারে বিসিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগও রয়েছে। বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করতে কোনো কার্পণ্য করব না। নিজের যতটা সম্ভব সেরা খেলা উপহার দিয়ে যাব। একইভাবে ক্রিকেটাঙ্গনে নবাগতদের পরামর্শ দেব।’
এক বছর পর মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। এরইমধ্যে বাংলাদেশ খেলেছে একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। তাই মাঠের বাইরে থেকে অনেকটা আফসোস করেছেন তিনি। তবে এক বছর পর ফিরে অনেক ভালো লাগছে সাকিব আল হাসানের। “এক বছর পর ফিরে ভালো লাগছে। দোয়া করবেন, যেন দেশের জন্যে ভালো খেলতে পারি। চেষ্টা সবসময়ই থাকবে। আর আমার মতো ভুল যেন কেউ না করে।’