নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেটের নবাব। আজ রাত বারোটার পর থেকেই সকল ধরনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিব আল হাসানের ওপর থেকে। গত বছর আজকের এই দিনে জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিষিদ্ধ হলেও এদেশের কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন সাকিব আল হাসান। দুঃসময়ের সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছে বিশ্বের কোটি কোটি ভক্ত। ভক্তদের সাথে সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়ে ছিল তার সতীর্থ ক্রিকেটাররা। অপেক্ষার পর অবশেষে আজ শেষ হচ্ছে।
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দারুণ খুশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। শুধু তাই নয় টেস্ট ক্রিকেটের ক্যাপ সাকিব আল হাসানের কাছ থেকে পেতে চান মোহাম্মদ সাইফুদ্দিন।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইচ্ছার কথা জানিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সাকিব আল হাসানের সাথে একটি ছবি দিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন তার ফেসবুক পেজে বলেন,
“এটা আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে | ছোটবেলা থেকেই ওনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং একপ্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান | ইনশাআল্লাহ যদি কখনো টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার ইচ্ছা আছে উনার কাছ থেকেই টেস্ট ক্যাপ্ টা নেওয়ার 😊 সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে এসেন ভাই আবার মাঠে মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম 🥰 ।