আজ শেষ হচ্ছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা। গত বছর আজকের এই দিনে জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষিদ্ধ হলেও এদেশের কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন সাকিব আল হাসান।
দুঃসময়ের সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছে বিশ্বের কোটি কোটি ভক্ত। ভক্তদের সাথে সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়ে ছিল তার সতীর্থ ক্রিকেটাররা। অপেক্ষার পর অবশেষে আজ শেষ হচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন সাকিব আল হাসান।
সাকিবের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো কে এক সাক্ষাৎকারে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসানকে নিয়ে বলেন, “আমরা জানি, সাকিব বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা খেলোয়াড়।
আমরা সবাই অধীর আগ্রহে তার ড্রেসিংরুমে ফিরে আসার অপেক্ষায় রয়েছি। এটা জেনে ভালো লাগছে যে আমরা তাকে দেখতে পারি, তাঁর সাথে কথা বলতে পারি এবং তাঁর সাথে সময় কাটাতে পারি”।

এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে ও মাঠে ছন্দ পেতে বেশি সময় লাগবে না সাকিব আল হাসানের। মাহমুদুল্লাহ বিশ্বাস মাঠে ফিরেই দুর্দান্ত ছন্দে ফিরবেন সাকিব। “সাকিব চ্যাম্পিয়ন খেলোয়াড়। আমি মনে করি তাকে ছন্দ ফিরে পেতে বেশি সময় লাগবে না। আমার বিশ্বাস, ক্রিকেটের মাঠে প্রবেশের সাথে সাথেই তিনি তা ফিরিয়ে আনবেন”।
আগামী নভেম্বরে বিসিবির আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টই দিয়েই মাঠে ফিরছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে আরো কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নেই বাংলাদেশের। তাই ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টই সাকিবের ফেরার আদর্শ হিসেবেই মনে করছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
“এখন তাকে ঘরোয়া টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে যেহেতু আপাতত আমাদের কাছে কোনও আন্তর্জাতিক সিরিজ নেই। আমাদের তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। তাকে ঘরোয়া ক্রিকেটে শুরু করা উচিত। আমাদের তাকে সময় দেওয়া উচিত তবে তিনি খুব অভিজ্ঞ। বিশ্বমানের ক্রিকেটারদের ছন্দে ফিরে আসতে বেশি সময় লাগবে না।
গত একবছর সাকিব আল হাসানকে ড্রেসিংরুমে খুব মিস করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। “সম্প্রতি সাকিব কয়েকটি টেস্ট মিস করেছে, সুতরাং তাকে আমাদের আরো বেশি সময় দিতে হবে। আমরা অবশ্যই তাকে মিস করেছি। তিনি বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। আজকাল তার মত খুব কমই আছেন। আমরা তাঁর মতো ব্যাটিং অলরাউন্ডার পেয়ে ভাগ্যবান, যা আমাদের অনেক সুবিধা দিয়েছিল। “