বিসিবি প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট শেষ না হতেই আবার মাঠে নেমে পড়েছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। যদিও এই সময় দুই সপ্তাহের জন্য ছুটি দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। তবে গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে এইচপি দলের ক্যাম্প। বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ক্যাম্প।
তার কারণ এখান থেকেই পরবর্তীতে জাতীয় দলের জায়গা করে নেয় ক্রিকেটাররা। এছাড়াও জাতীয় দলে খেলার সময় অনেক সব ভুল এখান থেকেই শুধরে নিতে পারে ক্রিকেটাররা। ঠিক তেমনটাই করছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। বিসিবি প্রেসিডেন্ট কাপে খেলার পর এখন বাংলাদেশ এইচপি দলের অনুশীলন ক্যাম্প-এ যোগ দিয়েছেন আফিফ হোসেন।
বিসিবি প্রেসিডেন্ট কাপে দুটি ম্যাচে ব্যাট হাতে ভালো করেছেন আফিফ হোসেন। ৯৮ ও ৪০ রানের ইনিংস ছাড়া খুব একটা সুবিচার করতে পারেননি নামের প্রতি। স্বীকার করেছেন বেশ ভুলত্রুটি ছিল। সঙ্গে যোগ হয়েছে দীর্ঘদিন পর খেলায় ফেরাটাও। হাই-পারফরম্যান্স দলের অনুশীলনে সেসব ভুলত্রুটি শুধরাতে চান এই অল-রাউন্ডার।
আজ থেকে শুরু হওয়া ক্যাম্পে অনুশীলনের ফাঁকে আফিফ জানিয়েছেন, নিজের ভুল শুধরে সামনে ভালো কিছু করার। ‘এইচপি ক্যাম্পে আসলে লম্বা সময়ের একটা ক্যাম্প হয়। আগেও এমন হয়েছে। এখানে ছোট খাটো ভুল ত্রুটি ঠিক করে নেওয়ার পর্যাপ্ত সময় থাকে। এই জিনিসগুলো পরবর্তীতে যে টুর্নামেন্ট আসে বিপিএল, এনসিএল, প্রিমিয়ার লিগ সেগুলোতে সাহায্য করে। এখানে লম্বা সময়ের ক্যাম্পটা বড় একটা সুযোগ। চেষ্টা করব যেন এখানে শিখে সামনে কাজে লাগানো যায়।’
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হচ্ছে বিসিবি আয়োজিত ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবকিছু ঠিকঠাক থাকলে ওই টুর্ণামেন্টে খেলবেন আফিফ হোসেন। তাই এই টুর্নামেন্টের প্রস্তুতি এই ক্যাম্পে সারবেন বলে জানিয়েছেন আফিফ হোসেন, ‘এখানে আমাদের অনুশীলন চলছে। টুর্নামেন্ট শুরুর আগে টি-টোয়েন্টি ম্যাচও আছে। ইনশাআল্লাহ প্রস্তুতিটা ভালোভাবেই নিতে পারবো আমরা। এই প্রস্তুতিতে টুর্নামেন্টে ভালো করতে পারবো।’