বিসিবি প্রেসিডেন্ট কাপে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মাহমুদুল্লাহ একাদশের ফাস্ট বোলার সুমন খান। বিশেষ করে ফাইনালে নাজমুল একাদশের বিপক্ষে পাঁচ উইকেট লাভ করেছিলেন তিনি। এরপর থেকেই নাম ছড়িয়ে পড়েছে সুমন খানের। ঘরোয়া ক্রিকেট লীগে গত দু’বছর ধরে খেলছেন তিনি।
এরপর বাংলাদেশ ইমাজিং দল এবং বিসিবি একাদশের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন। ভালো পারফরমেন্সর কারণে বিসিবি প্রেসিডেন্ট কাপে স্টানবাই ক্রিকেটার হিসেবে ছিলেন সুমন খান। তবে হাসান মাহমুদের ইনজুরির কারণে মাহমুদুল্লাহ একাদশের স্কোয়াড সুযোগ পান তিনি।
বিসিবি প্রেসিডেন্ট কাপে ৩ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। পেয়েছেন ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার। বিসিবি প্রেসিডেন্ট কবে দারুন পারফরমেন্সের কারণে বাংলাদেশে এইচপি দলে সুযোগ করে নিয়েছেন তিনি। আজ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশে এইচপি ক্রিকেট দলের অনুশীলন। অনুশীলনে ছিলেন ২০ বছর বয়সী এই ফাস্ট বোলার।
মিরপুর একাডেমি মাঠে মঙ্গলবার এই পেসার বললেন, ক্যাম্পে নিজেকে সমৃদ্ধ করতে চান যতটা সম্ভব। “এইচপি একটা ভালো প্ল্যাটফর্ম। বিশেষ করে আমি এখানে এসেছি, আমার কোনো বয়সভিত্তিক খেলার অভিজ্ঞতা ছিল না। বিসিবি একটা সুযোগ করে দিয়েছে এখানে নিজেকে প্রস্তুত করার জন্য। নিজের স্কিল ও ফিটনেসের উন্নতি করার সুযোগ এটি। এইচপি একটা ভালো জায়গা, নিজেকে প্রস্তুত করার অন্যতম মাধ্যম।”
“বিশেষ করে তরুণ বা উঠতি ক্রিকেটার যারা, তাদের জন্য রাস্তা বা সিঁড়ি যেটাকে বলে, এখান থেকে আসলে প্রস্তুত করা যায়। জাতীয় দলে যাওয়ার আগে যদি এখান থেকে পারফরম্যান্স, মানসিকতায় বা টেকনিক্যালি নিজেকে প্রস্তুত করা যায়, পরে জাতীয় দলে টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে। এটা এমন এক প্ল্যাটফর্ম যেটি খেলোয়াড় গড়ে তোলার মাধ্যম।”