সফলভাবে শেষ হলো বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজ। অনেকটা কঠিন সময়ে এই টুর্নামেন্ট আয়োজন করে সব মহল থেকেই প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফাইনালে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদুল্লাহ একাদশ।
এই টুর্নামেন্টে ব্যাট হাতে সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি অনেক ব্যাটসম্যান। তারপর ও শেষের দিকে ব্যাট হাতে রান পেয়েছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ। আসুন জেনে নেই বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।
১। মুশফিকুর রহিম : টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। টুর্ণামেন্টে একটি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকেই। ৫ ম্যাচে একটি সেঞ্চুরি এবং ২ হাফ সেঞ্চুরি সহ ২১৯ রান করেছেন মুশফিকুর রহিম। সর্বোচ্চ স্কোর ১০৩ এবং ব্যাটিং গড় ৪৩.৮০।
২। ইরফান শুক্কুর : মিডল অর্ডারে এই টুর্ণামেন্টে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন নাজমুল একাদশের ব্যাটসম্যান ইরফান শুক্কুর। ফাইনালে ৭৫ গ্রামে একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। টুর্নামেন্টের ৫ ইনিংসে ৭১.৩৩ গড়ে ২১৪ রান সংগ্রহ করেছে নাজমুল একাদশের এই ব্যাটসম্যান। ২ টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৭৫ রান।
৩। মাহমুদুল্লাহ রিয়াদ : তালিকার তৃতীয় নম্বরে রয়েছে মাহমুদুল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৫ ম্যাচে ৪০.৫০ গড়ে ১৬২ রান সংগ্রহ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৬৭।
৪। আফিফ হোসেন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ এই অলরাউন্ডার এই টুর্নামেন্টের চমৎকার খেলেছেন। নাজমুল একাদশের হয়ে ৫ ম্যাচে ৩১.৪০ গড়ে ১৫৭ রান করেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৯৮ রান।
৫। ইমরুল কায়েস : টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো করতে পারেননি ইমরুল কায়েস। তবে গত কাল ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন তিনি। নাজমুল একাদশের বিপক্ষে ৫৩ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। পাঁচ ম্যাচে একটি হাফ সেঞ্চুরি সহ ১৪৬ রান সংগ্রহ করেছেন ইমরুল কায়েস। এছাড়াও তৌহিদ হৃদয় ১২২, লিটন দাস ১১১, কাজী নুরুল হাসান সোহান ১০৮, মেহেদী হাসান ১০৬ এবং তামিম ইকবাল ১০১ রান করেছেন।