১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট : নাজমুল হাসান পাপন

সফলভাবে শেষ হলো বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজ। আজ ফাইনালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদুল্লাহ একাদশ। ফাইনালের ম্যাচে মাঠে থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

অবশ্য আজ সকালে এই অনুষ্ঠানে আসবেন বলে প্রথমে কোভিড পরীক্ষা করিয়েছিলেন নাজমুল হাসান পাপন। এরপর সন্ধ্যায় ফলাফল পাওয়ার পর মাঠে আসেন বিসিবি বস। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন জানিয়েছেন এরপর আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করছে তারা।

নভেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়ার কথা ছিল কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যে টুনামেন্ট অংশগ্রহণ করবে মোট পাঁচটি দল। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

‘ওয়ানডে টুর্নামেন্ট ছিল তিনটা দলের, এখন হবে পাঁচটা দল। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে সব লোকাল ক্রিকেটারদের দিয়ে টুর্নামেন্ট আয়োজন করা। পাঁচটা টিম নিয়ে করবো, তাহলে আরও বেশ কিছু ছেলে সুযোগ পাবে। আরও মিনিমাম ৩০ জন ছেলে টি-টোয়েন্টি লিগে আসবে। এটা চ্যালেঞ্জিং। ইনশাআল্লাহ আমরা এই টুর্নামেন্টটা করবো নভেম্বরের ১৫ তারিখ থেকে।’

করোনার কারনে অনেক নিয়ম পাল্টে গেছে ক্রিকেটে। তাই এই মুহূর্তে বিদেশি ক্রিকেটারদের দিকে না তাকিয়ে দেশের ক্রিকেটার তাদেরকে এই টুর্নামেন্টের সুযোগ করে দিতে চান তিনি। তাই এই টুর্নামেন্টের বিদেশে ক্রিকেটার রাখতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এখনো বিদেশি ক্রিকেটারদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।





‘বিদেশি ক্রিকেটার আমরা রাখতে চাচ্ছি না। এই মুহূর্তে এটাতে না। সবচেয়ে বড় কথা কী, বিদেশি ক্রিকেটার আনতে গেলে ব্যাটসম্যানই পাচ্ছি সব। ব্যাটসম্যান এনে লাভটা কী। আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না, কর্পোরেট হাউজের লাভ হলে হতে পারে। আমার ভালো বোলারও চাই। ভালো ভালো বোলারররা আসুক, ফাস্ট বোলাররা আসুক, স্পিন বোলররা আসুক। আমাদের ব্যাটসম্যানরা খেলুক। ওরকম যেহেতু পাওয়া যাচ্ছে না তাই আগ্রহ নেই।’