ম্যান অফ দ্যা টুর্নামেন্ট মুশফিকুর রহিম, টুর্নামেন্ট সেরা বোলার সুমন খান।

বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদুল্লাহ একাদশ। বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নাজমুল একাদশ।

নাজমুল একাদশের হয়ে সর্বোচ্চ ৭৫ রান সংগ্রহ করেছে ইরফান শুক্কুর। এছাড়াও মাহমুদুল্লাহ একাদশের হয়ে ৩৮ রানে ৫ উইকেট নিয়েছেন সুমন খান। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসের ৬৮ রান, এবং ইমরুল কায়েসের ৫৩ রানের সুবাদে সুবাদে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মাহমুদুল্লাহ একাদশ।

এই টুর্নামেন্টে জুড়ে দুর্দান্ত খেলেছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাইতো টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম হয়েছেন ম্যান অফ দ্যা টুর্নামেন্ট। বল হাতে আজ ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সুমন খান। এ ছাড়াও একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি।





এছাড়াও টুর্নামেন্টের বেস্ট ফিল্ডার নির্বাচিত হয়েছেন কাজী নুরুল হাসান সোহান। টুর্নামেন্টের বেস্ট বোলার নির্বাচিত হয়েছেন রুবেল হোসেন। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ইরফান শুক্কুর। স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-পেয়েছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, সুমন খান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়