মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল ম্যাচে টসে জিতে বোলিং করতে নেমে শুরুতেই উইকেট তুলে নেন ফাস্ট বোলর রুবেল হোসেন। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার সাইফ হাসান কে আউট করেন রুবেল হোসেন।
৫ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়লেও অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হাসান শান্তর ব্যাটিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় নাজমুল একাদশ। কিন্তু মুশফিকুর রহিমের বিদায়ের পর টপ উইকেট হারাতে থাকে নাজমুল একাদশ।
দ্রুতই নাজমুল একাদশের তিনটি উইকেট তুলে নেন ফাস্ট বোলার সুমন খান। দলীয় ৩৫ রানের মাথায় ১২ করে সুমন খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন মুশফিকুর রহিম। এরপর ৫ রান করা সৌম্য সরকার এবং ০ রান করা আফিফ হোসেনের উইকেট উইকেট তুলে নেন সুমন খান।
ভালো শুরু করেও এদিন উইকেটে টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দলীয় ৬৩ রানের মাথায় চারটি চারের সাহায্যে ৩২ রান করে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ।
তবে আজও ব্যাট হাতে হাল ধরেছে নাজমুল একাদশের ২ গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইরফান শুক্কুর এবং তৌহিদ হৃদয়। ৪৬ বলে ৫ টি চার এবং দুটি ছক্কার সাহায্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এরফান শুক্কুর।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে নাজমুল একাদশ। ইরফান শুক্কুর ৫০ এবং তৌহিদ হৃদয় ২৬ রান করে অপরাজিত রয়েছেন
টস : বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে আজ নাজমুল একাদশের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, এবাদত হোসেন চৌধুরী (সুপার সাব), মোহাম্মদ রুবেল হোসেন ও মাহমুদুল হাসান জয়।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার (সহ অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি (সুপার সাব), নাসুম আহমেদ ও নাইম হাসান।