মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল ম্যাচে টসে জিতে বোলিং করতে নেমে শুরুতেই উইকেট তুলে নেন ফাস্ট বোলর রুবেল হোসেন। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার সাইফ হাসান কে আউট করেন রুবেল হোসেন। ৫ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান
টস : বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে আজ নাজমুল একাদশের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, এবাদত হোসেন চৌধুরী (সুপার সাব), মোহাম্মদ রুবেল হোসেন ও মাহমুদুল হাসান জয়।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার (সহ অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি (সুপার সাব), নাসুম আহমেদ ও নাইম হাসান।