বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালে আগামীকাল নাজমুল একাদশের মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ একাদশ। এই টুর্নামেন্টের দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলর রুবেল হোসেন। নিজের পারফরম্যান্স ফাইনাল ম্যাচে বজায় রাখতে চান রুবেল হোসেন।
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল। আর সেই জন্য ফাস্ট বোলারদের বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন তিনি। আজ রুবেল হোসেন বলেন , ‘ফাইনাল ম্যাচ তো অবশ্যই জয় পেতে চাইব।
আর আমরা যারা পেস বোলাররা আছি, সবাই যদি ভালো জায়গায় বোলিং করতে পারি এবং আমাদের যে গেম প্ল্যান আছে সেই অনুযায়ী সব কাজে লাগাতে পারি সুন্দরভাবে, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। আর পেস বোলাররা ভালো করলে আমাদের ব্যাটিংয়ের জন্য মনে হয় সহজ হবে।’
এর আগেও একাধিক টুনামেন্টের ফাইনাল ম্যাচ খেলেছেন ফাস্ট বোলর রুবেল হোসেন। সেই অভিজ্ঞতা কে এই ম্যাচে কাজে লাগাতে চান তিনি। সেইসাথে নাজমুল একাদশের সেরা ব্যাটসম্যান এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
রুবেল জানালেন, তারা মানে রিয়াদ বাহিনী ফাইনাল নিয়ে চিন্তিত নন। তার কথা, ‘আমরা ফাইনাল নিয়ে অতটা চিন্তিত নই। কারণ এর আগে বহু ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে জীবনে। আমরা অনেক ফাইনাল খেলেছি।
আমাদের নরমাল প্রস্তুতি যেভাবে ছিল এর আগের ম্যাচগুলোতে, সেভাবেই আমাদের প্রস্তুতি নেয়া আছে। আমরা যদি সবার ভূমিকা বুঝি এবং নিজেদের পারফরম্যান্সটা সবাই দেখাতে পারি তাহলে ইনশাআল্লাহ ইতিবাচক ফলাফলই আসবে।’
রুবেল বলেন, ‘মুশফিক ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক ম্যাচ খেলেছি। আমরা জানি যে মুশফিক ভাই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। মুশফিক ভাইকে নিয়ে তো অবশ্যই আমাদের পরিকল্পনা আছেই। আমাদের দলের একটা পরিকল্পনা আছে যে কিভাবে তাকে বোলিং করতে পারি। সেই পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করবো বোলিং করার।’