আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচ। ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ। গ্রুপ পর্বে সর্বোচ্চ তিনটি ম্যাচে জয়লাভ করেছে নাজমুল একাদশ। অন্যদিকে দুটি ম্যাচে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে মাহমুদুল্লাহ একাদশ।
আগামীকাল বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে। এছাড়াও এই ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বিটিভিতে। সরাসরি বাংলায় ধারাবিবরণী সম্প্রচার করা হবে বাংলাদেশ বেতারে।
আগামীকাল ফাইনালে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে নাজমুল একাদশ। নাজমুল একাদশে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তাদের টপ অর্ডার ব্যাটসম্যান দের নিয়ে। পুরো টুর্ণামেন্টে জুড়ে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে তাদের ওপেনার ব্যাটসম্যানরা।
তারপরও আগামী কালকে একাদশে সুযোগ পাচ্ছে সৌম্য সরকার। তার সাথে ওপেনিংয়ে দেখা যাবে সাইফ হাসান অথবা পারভেজ হাসান ইমন এর মধ্যে যেকোনো একজনকে। টপ অর্ডারে অধিনায়ক নাজমুল হাসান শান্ত ছাড়াও রয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম।
মিডল অর্ডারে আফিফ হোসেন, তৌহিদ হৃদয় এবং ইরফান শুক্কুর। একাদশের ৩ ফাস্ট বোলার তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন এবং আবু জাহিদ রাহি অথবা মুকিদুল ইসলাম মুগ্ধর মধ্যে যেকোনো একজনকে দেখা যাবে। দুই স্পিনার নাঈম হাসান এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।
নাজমুল (শান্ত) একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।