বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের ফাইনাল আগামীকাল নাজমুল একাদশের মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ একাদশ। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সাথে বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে খেলতে পেরে দারুণ খুশি তিনি।
আগামীকাল ফাইনালে নিজেদের সমর্থকের সবটুকু ঢেলে দিতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। সাংবাদিকদের সাথে আলাপকালে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘প্রথমে আলহামদুলিল্লাহ, আমরা এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছি। আগের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। বলা যায় সৌভাগ্যক্রমে আমরা ফাইনাল খেলছি। একদিন থেকে ভালো লাগছে। কারণ অনেকদিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি।’
গত মার্চ মাসের পর বিসিবি প্রেসিডেন্ট কাপের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট ফিরেছে। আর সেই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি আরো বলেন, ‘করোনার সময় ক্রিকেট বন্ধ ছিল এবং আলহামদুলিল্লাহ বিসিবির উদ্যোগে আমরা সবাই ভালো একটা টুর্নামেন্ট খেলছি। আমরা তো সেটার ফাইনালও খেলতে পারছি। তো সেদিক থেকে আমরা সবাই মুখিয়ে আছি যেন ফাইনালে ভালো খেলতে পারি।’