আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৩০ পয়েন্ট পাচ্ছে বাংলাদেশ দল

টেস্ট ম্যাচকে জনপ্রিয় করতে কতই না উদ্যোগ নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। প্রথমবারের মতো চালু করা হয়েছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি। তবে আইসিসির সেই উদ্যোগে পানি ঢেলে দিয়েছে কোভিড-১৯। এই সময়ে স্থগিত হয়েছে একাধিক টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্তর্জাতিক সিরিজ।

যার মধ্যে বাংলাদেশের রয়েছে ৮ টি টেস্ট ম্যাচ। পরবর্তীতে এই টেস্ট ম্যাচ গুলি আয়োজন করতে বিকল্প ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে স্থগিত হয়ে যাওয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ গুলি পয়েন্ট ভাগাভাগি করার কথা চিন্তা ভাবনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

আর সেটি যদি হয় তাহলে বেশি লাভবান হবে বাংলাদেশ। সূচি অনুযায়ী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল হওয়ার কথা ছিল আগামী বছরের জুনে। তাইতো ব্যস্ত শিডিউলকে মাথায় রেখে এবার ভিন্ন পথে আগাতে চাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

চক্রপূরণে স্থগিত ম্যাচগুলোর পয়েন্ট ভাগাভাগির কথা ভাবছে তারা। হিসাব অনুযায়ী প্রত্যেক সিরিজের জন্য বরাদ্দ ১২০ পয়েন্ট। দুই ম্যাচের সিরিজের জন্য ম্যাচ প্রতি ৬০ আর তিন ম্যাচের ক্ষেত্রে পয়েন্ট ছিল ৪০ করে।

আর ৫ টেস্টের ক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য ২৪ আর ড্রয়ের জন্য ছিল ১২ পয়েন্ট। তাইতো এই পয়েন্ট বণ্টনের নিয়েও দেখা দিয়েছে জটিলতা। কোভিড-১৯ এর কারণে স্থগিত ৬ টেস্ট সিরিজের চারটিতেই আছে বাংলাদেশের নাম। ফলে ঝুলিতে যোগ হচ্ছে ১৩০ পয়েন্ট।





করোনাকালে যে টেস্ট সিরিজ স্থগিত হয়েছে
শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড- ২ টি টেস্ট
পাকিস্তান বনাম বাংলাদেশ- একটি টেস্ট
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া- ২টি টেস্ট
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- ৩টি টেস্ট
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা- ২টি টেস্ট
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড- ২টি টেস্ট