জমে উঠেছে আইপিএল। পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস এবং সবার শেষে চেন্নাই সুপার কিংস। দেখে নিন আইপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে নেমেছে তিনটি দল। শুরুটা ভালো করতে না পারলেও বর্তমানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে আইপিএল থেকে এক প্রকার ছিটকে পড়েছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। আসুন জেনে নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বশেষ পয়েন্ট টেবিল।

১। দিল্লি ক্যাপিটালস : আইপিএলের পয়েন্ট টেবিলের শুরু থেকেই সবার উপরের দিকেই রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারকাখচিত দল না হলেও এবারের আইপিএলে দুর্দান্ত খেলছে দিল্লি ক্যাপিটালস ক্রিকেটাররা।

দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা। বর্তমানে উইকেট সংগ্রহের তালিকায় সবার ওপরে রয়েছেন তিনি। আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস।

২। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : তালিকার দ্বিতীয় নম্বরে অবস্থান করছে বিরাট কোহলি দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের শুরুটা তেমন ভালো হয়নি রয়েল চ্যালেঞ্জার্সের। খারাপ পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিরাট কোহলিকে। তবে বর্তমানে দারুন খেলছে তার দল। আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

৩। মুম্বাই ইন্ডিয়ান্স : আইপিএলে প্রতি আসরেই ফেভারিটদের তালিকায় থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে সর্বোচ্চ চার বারের চ্যাম্পিয়ন দল এবারের আসরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল এর থেকে একটি ম্যাচ কম খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

আজ (শুক্রবার) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স।

৪। কলকাতা নাইট রাইডার্স : কিছুটা ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই আইপিএলের মাঝপথে অধিনায়কের পরিবর্তন হয়েছে এই দলের। দলের সব ক্রিকেটের সেরা ফর্মে না থাকলেও পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে তারা। আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে কলকাতা নাইট রাইডার্স।

৫। সানরাইজার্স হায়দ্রাবাদ : আইপিএলের শুরুটা তেমন ভালো হয়নি সানরাইজ হায়দ্রাবাদের। বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের ইনজুরির কারণে কিছুটা পিছিয়ে পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এখনো প্লে-অফ খেলার আশা টিকে আছে ডেভিড ওয়ার্নারের দলের। আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।





৬। কিংস ইলেভেন পাঞ্জাব : আইপিএলের এবারের আসরের সবচেয়ে হতভাগা দল কিংস ইলেভেন পাঞ্জাব। দলের ব্যাটসম্যানরা আছে দুর্দান্ত ফর্মে। এরমধ্যে এবারের আসরে রান সংগ্রহের তালিকায় সবার ওপরে রয়েছে এই দলের দুই ব্যাটসম্যান অধিনায়ক কে এল রাহুল এবং আগারওয়াল।

এছাড়াও দারুণ ফর্মে রয়েছে নিকোলাস পুরান এবং ক্রিস গেইল। তবে তার পরও জয়ের কাছাকাছি গিয়ে ম্যাচ হেরে যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ নম্বরে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব

৭। রাজস্থান রয়েলস : আইপিএলের এবারের আসরটা মোটেও ভালো যাচ্ছে না তারকাখচিত দল রজস্থান রয়ালস। তবে এখনো প্ললে-অফ খেলার স্বপ্ন টিকে আছে তাদের। তবে সে ক্ষেত্রে তাদের বাকি সবগুলি ম্যাচে জয়লাভ করতে হবে। আইপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়েলস।

৮। চেন্নাই সুপার কিংস : আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশী প্লে-অফ খেলেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির অধীনে তিনবারের চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু টুর্নামেন্টের শুরুর আগে তাদের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিং সরে যাওয়ার প্রভাব টুনামেন্টে পড়েছে।

আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হয় সুরেশ রায়না কে। মহেন্দ্র সিং ধোনির পর দলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তিনি। বিপদের মুহূর্তে চেন্নাইকে অনেক ম্যাচ জিতিয়েছেন সুরেশ রায়না। অন্যদিকে হরভজন সিং সরে যাওয়ার কারণে বোলিংয়েও কিছুটা ঘাটতি রয়েছে চেন্নাই সুপার কিংস।





সব মিলিয়ে এবারের আসর থেকে এক প্রকার ছিটকে পড়েছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফ নিশ্চিত করতে হলে অলৌকিক কিছু করতে হবে চেন্নাই সুপার কিংসকে। যদিও এখনও প্লে-অফ খেলার সম্ভাবনা রয়েছে চেন্নাই সুপার কিংস এর। আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার শেষে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।