২০২১ সালে বাংলাদেশের জার্সিতে সাকিবের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স দেখতে চাই : প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো

আর মাত্র ৬ দিন পর মুক্ত হয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা আগে দুর্দান্ত ফর্মে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব আল হাসান। শুধু তাই নয় বিশ্বকাপের আগে কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে ব্যাট হাতে দারুন করেছিলেন সাকিব আল হাসান। তবে এখনো সাকিব আল হাসানের ওপর আস্থা রাখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

২০২১ সাল টা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আগামী বছরে নয়টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ রয়েছে বাংলাদেশের। তাই ২০২১ সালে সাকিব আল হাসানকে আগের রূপে দেখতে চান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

সাকিব আল হাসানের সাথে মাঝে মধ্যে যোগাযোগ রাখছেন রাসেল ডমিঙ্গো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে দেশের মাটিতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট এর মধ্য দিয়ে মাঠে নামছেন সাকিব আল হাসান। আর এই টুর্নামেন্ট কে ঘিরে সাকিব আল হাসানের সাথে ফোনে কথা বলেছেন প্রধান কোচ।





গতকাল বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সাকিব আল হাসানের সম্পর্কে বলেন, ‘ওর সঙ্গে বুধবার কথা হয়েছে। সে সোজা এসে ঢুকে পড়বে টি২০ টুর্নামেন্টে। এসেই অলৌকিক পারফর্ম করবে, তা নয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। এক বছরের মতো সে ক্রিকেট খেলে না। তবে বিশ্বের সেরা অলরাউন্ডার সে। আমরা জানি, সে মানসম্পন্ন খেলোয়াড়। ২০২১ মৌসুমে বাংলাদেশের জন্য দুর্দান্ত ছন্দে দেখতে চাই তাকে।’