বিসিবি প্রেসিডেন্ট কাপে এখনো পর্যন্ত ব্যাট হাতে সেরা পারফরমার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রান মেশিন মুশফিকুর রহিম। টুর্নামেন্টের একটি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তবে গতকাল তামিম একাদশের বিপক্ষে উইকেট কিপার এর দায়িত্ব পালন করছিলেন মুশফিকুর রহিম।
সে সময়ে একটি ক্যাচ ধরতে গিয়ে বাম কাঁধের ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। ঘটনাটি ঘটে গতকাল তামিম একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ২৬ তম ওভারে। তামিম একাদশের টপ অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বির ক্যাচ ধরতে গিয়ে নিজেকে সামলে রাখতে পারেননি মুশফিকুর রহিম। এই সময় বা কাঁধে গুরুতর আঘাত পান মুশফিকুর রহিম।
এরপর বেশ কিছুক্ষণ মাঠেই বসে ছিলেন কাঁধে হাত দিয়ে। এরপর ফিজিওর কাঁধে ভর করে মাঠ ছাড়েন। এদিকে আগামী রবিবার মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নাজমুল একাদশ। তাই প্রশ্ন উঠেছে ফাইনাল ম্যাচের কি খেলতে পারবেন মুশফিকুর রহিম?
তবে ভক্তদের জন্য খুশির খবর, সেরে উঠেছেন মুশফিকুর রহিম। তবে ফাইনাল ম্যাচে শুধু ব্যাটিং করবেন মুশফিক। উইকেট কিপিংয়ে দেখা যাবে অন্য কাউকে। বৃষ্টির কারণে আগামী কালকের পরিবর্তে বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রবিবার। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ সহ ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভিতে।