একাদশে দুটি পরিবর্তন নিয়ে আগামীকাল ফাইনালে নাজমুল একাদশের মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ একাদশ

আগামীকাল দুপুর ২;০০ টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ। গ্রুপ পর্বে সর্বোচ্চ তিনটি ম্যাচে জয়লাভ করেছে নাজমুল একাদশ। অন্যদিকে দুটি ম্যাচে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে মাহমুদুল্লাহ একাদশ।

এছাড়াও ভক্তদের জন্য দারুন সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতদিন এই টুর্নামেন্টের সব ম্যাচ গুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা গেলেও আগামীকালকে ফাইনাল ম্যাচে দেখা যাবে সরাসরি বাংলাদেশ টেলিভিশনে।

এবারের টুর্ণামেন্টে হট ফেভারিট হয়ে ফাইনাল খেলতে পারেনি তামিম একাদশ। অন্যদিকে টুর্ণামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে নাজমুল একাদশ। তাদের বিপক্ষে আগামীকাল ফাইনালে খেলতে নামবে মাহমুদুল্লাহ একাদশ। তবে ফাইনাল ম্যাচের আগে মাহমুদুল্লাহ একাদশের স্বস্তির খবর রান পাচ্ছে তার দলের ব্যাটসম্যানরা।

শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাহমুদুল হাসান জয়। এছাড়াও দারুন খেলেছেন ইমরুল কায়েস। তবে তার পরও আগামীকাল সেরা একাদশ নিয়ে মাঠে নামছে মাহমুদুল্লাহ একাদশ। একাদশে আসতে পারে দুটি পরিবর্তন। আবু হায়দার রনি পরিবর্তে এই ম্যাচের একাদশে দেখা যাবে সুমন খানকে। এছাড়াও সাব্বির রহমান এর পরিবর্তে একাদশে দেখা যেতে পারে মমিনুল হককে।





মাহমুদউল্লাহ একাদশ সম্ভাব্য একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, ইমরুল কায়েস, সুমন খান, এবাদত হোসেন চৌধুরী, রুবেল, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।