ক্রিকেট বিশ্বে অনেক জনপ্রিয় একটি নাম বলিউডের অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী প্রীতি জিন্তা। তার কারনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সেই শুরু থেকেই তাদের নিজেদের ফ্র্যাঞ্চাইজি রয়েছে। একাধিক বার চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স দলের ফ্র্যাঞ্চাইজি শাহরুখ খান অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি প্রীতি জিন্তা।
এছাড়াও ভারতের অনেক খেলায় সরাসরি বিনিয়োগ করেছে বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে লীগেও ফ্র্যাঞ্চাইজি হয়েছে শাহরুখ খানের। তবে এতদিন সেই তালিকায় ছিলেন না বলিউডের অন্যতম সেরা অভিনেতা সালমান খানের পরিবার।
তবে এবার সেই তালিকায় যোগ হয়েছে তারা। শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি লঙ্কান প্রিমিয়ার লিগের দল নিয়েছে সালমান খানের ছোট ভাই সোহেল খান। প্রথমবারের মতো কোনো ক্রিকেট টুর্ণামেন্টে দল নিয়েছে তার পরিবার।
আগামী ২১ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। লিগে ক্যান্ডি তাস্কার্স দলটি কিনেছে সালমান খানের ভাই সোহেল খান। তিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য চূড়ান্ত হয়েছে প্রতিটি দলের স্কোয়াড।
অভিষেক মৌসুমে সোহেলের দলের হয়ে মাঠে দেখা যাবে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে। এছাড়া একাধিক তারকা ক্রিকেটার রয়েছে তারা তাদের। ক্রিস গেইল ছাড়াও শ্রীলংকার বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ক্রিকেটার কুশল পেরেরা রয়েছে তার দলের।
এছাড়াও শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের দুই টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ক্রিকেটার কুশল মেন্ডিস এবং নুয়ান প্রদীপ। এছাড়া রয়েছেন ইংরেজ তারকা লিয়াম প্লাঙ্কেট।
ফ্র্যাঞ্চাইজি কেনার পর সোহেল বলেন, ‘আমরা এই আকর্ষণীয় উদ্যোগের অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত। লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম বছরে আমাদের দলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ক্রিকেট নিয়ে শ্রীলঙ্কার দর্শকদের উন্মাদনার কথা কারও অজানা নয়। আমি নিশ্চিত নিজেদের দলকে সমর্থনের জন্য তারা বড় সংখ্যায় স্টেডিয়ামে জড়ো হবেন।’
সোহেল আরও বলেন, ‘অবশ্যই ইউনিভার্স বস ক্রিস গেইল আমাদের দলের অন্যম চালিকাশক্তি। তবে সে একা নয়। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণে আমাদের একটা দারুণ দল তৈরি হয়েছে। আমি আমার দলকে ফাইনালে দেখতে চাই।’
ক্যান্ডি টাস্কার্সের চূড়ান্ত স্কোয়াড : কুশল পেরেরা (আইকন), ক্রিস গেইল, লিয়াম প্লাংকেট, ওয়াহাব রিয়াজ, নাভিন উল হক, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, সিকাগো প্রসন্ন, আসলে গুনারত্নে, কামিন্দু মেন্ডিস, দিলরুয়ান পেরেরা, কাভিশা আঞ্জুলা, লাসিথ এম্বুলদেনিয়া, লাহিরু সামারাকন, নিশান মাদুশকা ফার্নান্দো, চামিকা এদিরিসিংগে, ইশান জয়ারত্নে।