বল হাতে পাঁচ উইকেট তুলে দিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। অল্প রানেই অলআউট নাজমুল একাদশ

বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে আজ টসে জিতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৩৯.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে নাজমুল একাদশ।

আজ গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়েছে নাজমুল একাদশ। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এই দিনে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার। ৭ বলে ৭ রান করে উইকেট কিপার এর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন সৌম্য সরকার।

এরপর দলীয় ১৯ রানের মাথায় ১০ রান করে মেহেদী হাসানের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তরুণ ওপেনার ব্যাটসম্যান পারভেজ ইমন। এই দিনে ব্যাট ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ২৫ রানের মাথায় মুস্তাফিজুর রহমানের বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত।

গত ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে হাল ধরেছেন মুশফিকুর রহিম এবং আফিফ হোসেন। তবে ১৫ ওভারে পর মাঠে বৃষ্টি শুরু হলে খেলা শুরু হয় বিকেল ৫ টা বেজে ২০ মিনিটে। বৃষ্টির কারণে খেলা এখন অনুষ্ঠিত হবে ৪১ ওভারে।

বিরতি থেকে ফিরেই দেখেশুনে খেলতে থাকেন আফিফ হোসেন এবং মুশফিকুর রহিম। গত ম্যাচের মতো এই ম্যাচে ও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। তবে দলীয় ১১৫ রানের মাথায় ৭৪ বলে ৩ টি চার ১ টি ছক্কার সাহায্যে ৫১ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিমের আউটের পর বেশি সময় টিকতে পারেননি আফিফ হোসেন। ব্যক্তিগত ৪০ রান করে মেহেদি হাসানের বলে আউট হন আফিফ হোসেন। এরপর শেষের দিকে তৌহিদ হৃদয় এর ১৩ ইরফান শুক্কুর ১১ রানের সুবাদে ১৬৬ রান সংগ্রহ করে নাজমুল একাদশ। মোহাম্মদ সাইফুদ্দিন পাঁচটি এবং মোস্তাফিজুর রহমান তিনটি উইকেট লাভ করেন।

টস : বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নাজমুল একাদশ : সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন





তামিম একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আকবর আলী।