আইপিএলে খেলতে আগামীকাল দুবাই যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটার জাহানারা আলম এবং সালমা খাতুন। ৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ভারতের উইমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগ।
নারীদের এই আইপিএলে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম এবং প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন।
আগের আসরে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন জাহানারা আলম। প্রথম ম্যাচের নিয়ন্ত্রিত বোলিং করলেও কোনো উইকেট পেয়েছিলেন না তিনি। তবে দ্বিতীয় ম্যাচে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন জাহানারা আলম। এছাড়াও গত আসরে রানারআপ হয়েছিল তার দল। তবে এবারের আসরের চ্যাম্পিয়ন হতে চান জাহানারা আলম।
সেই লক্ষ্য নিয়ে বিগত কয়েক দিন ধরে বেশ কঠোর অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ অক্টোবর দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই দুই ক্রিকেটার।
জাহানারা আলম বলেন, “প্রতি বছর এরকম একটি টুর্নামেন্ট আয়োজন হবে সেটা আগেই জানা ছিল। গত বছর আমি প্রথম খেলেছি। যুতসই পারফরম্যান্স ছিল। দলের প্রত্যেকে, কোচ আমার পারফরম্যান্সের প্রশংসা করেছিল। বুঝতে পারছিলাম হয়তো আমার উপর আবার আস্থা রাখবে। সেটি-ই হয়েছে।’
গত আসরের ফাইনালে দুর্দান্ত বোলিং করেছিলেন জাহানারা আলম। কিন্তু তারপরেও ফাইনালে শিরোপা বঞ্চিত হয়েছিল তার দল। কিন্তু এবার আর সেই ভুল করতে চাননা জাহানারা আলম। আইপিএলের শিরোপা ঘরে তুলতে চান তিনি।
‘গতবার ফাইনালে জোড়া উইকেট পেয়েছিলাম। আগের ম্যাচে উইকেট না পেলেও বোলিং ছিল নিয়ন্ত্রিত। সব মিলিয়ে ভালো সময় কেটেছিল। খুব আত্মবিশ্বাস পেয়েছিলাম। এবার সেই আত্মবিশ্বাস আরো বেড়েছে। এবার ভালো করার ক্ষুধাও বেড়েছে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই যেতে চাই সেখানে। গতবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার লক্ষ্যই থাকবে চ্যাম্পিয়ন হওয়ার।’
আইপিএল আর্ন্তজাতিক কোন টুর্নামেন্ট না। কিন্তু শীর্ষ র্যাঙ্কিংয়ের এই টুর্নামেন্টে বিশ্বের তারকা খেলোয়াড়রা অংশ নেন। তাই এখান থেকে শেখার এবং অর্জনের অনেককিছু আছে। সেই প্রসঙ্গে জাহানারা বলছিলেন- ‘আইপিএল অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এতো বড় আসরে খেলতে পারার সৌভাগ্যে সবার হয় না।
আমি এক্ষেত্রে অনেক সৌভাগ্যবান। এই টুর্নামেন্টে বিশ্বের অনেক চ্যাম্পিয়ন তারকা খেলতে আসেন। তাদের সঙ্গে ব্যাট-বলের লড়াইয়ে চ্যালেঞ্জে নামার সুযোগ হয়। গেলবার ফাইনালে খেললেও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার তেমন সুযোগ পেলে অবশ্যই শিরোপা জয়ের সুযোগ নষ্ট করবো না।’
জাতীয় দলের স্পিন অলরাউন্ডার সালমা খাতুন আশা করছেন নিজের অভিষেক আসরেই তিনি এবারের আইপিএলে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। সালমা খাতুন এই আসরে খেলবেন ট্রেইলব্লেজার দলের হয়ে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন-‘এত বড় আসরে খেলতে পারার তো এদেরন্যরকম একটা আনন্দ আছেই।
চেষ্টা করবো নিজের পারফরমেন্স দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে। প্রস্তুতি ভালই হয়েছে। আমি খুলনার মেয়ে। এই করোনাকালে শুরুতে খুলনায় বিসিবির তত্ত্বাবধানে অনুশীলন করেছি। নিজেকে প্রস্তুত করেছি। তারপর ঢাকায় এসেও অনুশীলন এবং ফিটনেসে মনোযোগ দিয়েছি।’