বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে আগামীকাল শেষ ম্যাচে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে তামিম একাদশ বনাম নাজমুল একাদশ। ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে।
ফাইনালে খেলতে হলে এই ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে তামিম একাদশকে। অন্যদিকে ম্যাচ হারলেও ফাইনাল একপ্রকার নিশ্চিত নাজমুল একাদশের। তবে সেক্ষেত্রে হারের ব্যবধানটা অনেক কম হতে হবে নাজমুল একাদশে।
বর্তমান সময়ে তেমন ফর্মে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে তিনটিতে খেলেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এই ৩ ইনিংসে তিনি রান করেছেন (২১, ৯, ৮) ৪৮ রান।
তাই আগামী কালকের ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন সৌম্য সরকার। তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন নতুন ব্যাটসম্যান সাইফ হাসান। এছাড়াও আবু জাহেদ রা এর পরিবর্তে একাদশে সুযোগ পাচ্ছেন আর এক তরুণ ফাস্ট বোলার মাহিদুল ইসলাম মুগ্ধ।
নাজমুল একাদশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ/নাইম হাসান, রিশাদ হোসেন।