জমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখনো পর্যন্ত ফাইনাল নিশ্চিত করতে পারেনি কোন দল। তবে ফাইনাল একপ্রকার নিশ্চিত নাজমুল একাদশের।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এই দলটি পয়েন্টে টেবিলে বাকি দুই দলের থেকে ভালই এগিয়ে রয়েছে। অন্যদিকে মাহমুদুল্লাহ একাদশ দুইজন নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও আগামী কালকের ম্যাচের ফলাফলের ওপর নির্ধারিত হবে তাদের ফাইনালে যাওয়ার টিকিট।
অন্যদিকে ফাইনালে যেতে হলে আগামী কালকের ম্যাচে জয়ের বিকল্প নেই তামিম একাদশের সামনে। গতকাল তামিম একাদশকে ৪ উইকেটে হারিয়ে এই টুর্নামেন্টে জমিয়ে দিয়েছে মাহমুদুল্লাহ একাদশ।
পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নাজমুল একাদশ। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মাহমুদুল্লাহ একাদশ।
এখন পর্যন্ত ৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয়লাভ করে নিট রান-রেট পয়েন্টের কারণে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে তিন ম্যাচের মধ্যে এক ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে তারকাখচিত দল তামিম একাদশ।
আসুন দেখে নিই প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের সর্বশেষ পয়েন্ট টেবিল।