২২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে মাহমুদুল্লাহ। প্রথম ওভারেই ওপেনার নাঈম শেখের উইকেট তুলে নেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ৩ রান করে আউট হন নাঈম শেখ। দ্বিতীয় ওভারে মোস্তাফিজের প্রথম বলেই ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস।
তবে চাপ সামাল দিচ্ছিলেন ইমরুল কায়েস। মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে ঘুরে দাঁড়ান ইমরুল। তবে দলীয় ৯২ রানের মাথায় ৪৯ রান করে খালেদ আহমেদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস।
তবে অন্য প্রান্ত থেকে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেঞ্চুরি করা ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। তরুণ এই ব্যাটসম্যানকে সাথে নিয়ে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ১৪৮ রানের মাথায় ৬ টি চারের সাহায্যে ৫৮ রান করে তাইজুল ইসলামের বলে আউট হন মাহমুদুল হাসান জয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করেছে মাহমুদুল্লাহ একাদশ। নুরুল হাসান সোহান ৪ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৩৪ রান করে অপরাজিত রয়েছেন।
বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচ আজ টসে জিতে ব্যাট করতে নামা তামিম ইকবালের প্রথম উইকেট শুরুতেই তুলে নিয়েছেন ফাস্ট বোলার রুবেল হোসেন। দলীয় ৯ রানের মাথায় রুবেল হোসেনের বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন তানজিদ হাসান তামিম।
গত ম্যাচের মতো এই ম্যাচে ও বিধ্বংসী হয়ে উঠেছেন ফাস্ট বোলার রুবেল হোসেন। দলীয় ১৭ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়েছে মাহমুদুল্লাহ একাদশ। তারমধ্যে রুবেল হোসেনের রয়েছে তিনটি উইকেট। শুরুতেই তানজিদ হাসান তামিম এর উইকেটের পর ফিরে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। ৯ রানে আবু হায়দার রনির বলে আউট হন অধিনায়ক তামিম ইকবাল।
এরপর ব্যক্তিগত দ্বিতীয় উইকেট তুলে নেন রুবেল হোসেন। ১ রান করা অনামুল বিজয়কে আউট করেন রুবেল। এই দিনে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মাত্র ১ রান করে রুবেল হোসেনের তৃতীয় শিকার হন তিনি। তবে মাহিদুল ইসলাম অঙ্কন এবং ইয়াসির আলির রাব্বীর ব্যাটে ঘুরে দাঁড়ায় তামিম একাদশ।
হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর বেশিদূর এগোতে পারেনি ইয়াসির আলী রাব্বি। দলিয় ১২৮ রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৮১ বলে ৫ টিচার এবং একটি ছক্কা সাহায্যে ৬২ রান সংগ্রহ করেন ইয়াসির আলী রাব্বি।
ইয়াসির আলী রাব্বি এর মত হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বেশি দূর এগোতে পারেনি মাহিদুল ইসলাম অঙ্কন। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসেই প্রথম বলেই ৫৭ রান করা মাহিদুল ইসলাম অংকনের উইকেট তুলে নেন রুবেল হোসেন। ১১০ বলে তিন টিচার এবং দুটি চোখ কার সাহায্যে ৫৭ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।
ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী রূপে খেলতে থাকেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তাকে চোখ বড় সঙ্গ দেন জাতীয় দলের আরেক ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। শেষের দিকে এই দুইজনের ব্যাটিং তাণ্ডব এর নির্ধারিত ৫০ ওভারে শেষে ৮ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছে তামিম একাদশ।
মোসাদ্দেক হোসেন সৈকত ৩৯ বলে ৩ চার এবং একটি ছক্কা সাহায্যে ৪০ রান এবং মোহাম্মদ সাইফুদ্দিন ২৯ বলে ৪ টি চার এবং ১ টি ছক্কা সাহায্যে ৩৮ রান করেন। শেষ ওভারে এই দুইটি উইকেট তুলে নিয়েছেন এবাদত হোসেন।
টস : বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে আজ মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তামিম একাদশের অধিনায়ক তামিম ইকবাল।
দুই দলের একাদশ : আজকের ম্যাচে একাদশে ৩টি পরিবর্তন এনেছে তামিম একাদশ। বাদ পরেছেন আকবর, শরিফুল এবং দিপু। দলে জায়গা পেয়েছেন ইয়াসির আলী, মাহিদুল ইসলাম এবং খালেদ আহমেদ। মাহমুদউল্লাহ একাদশে এই ম্যাচে বেঞ্চে বসেছেন মুমিনুল হক এবং সুমন খান। একাদশে ফিরেছেন নাঈম শেখ এবং আবু হায়দার রনি।
তামিম একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী চৌধুরী, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ।
মাহমুদুল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব।