আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ উইকেট সংগ্রহকের তালিকা

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রতিটি ম্যাচেই ছাড়িয়ে যাচ্ছে টানটান উত্তেজনা। গতকালকে (রবিবার) দুটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচই সুপার ওভারে নির্ধারণ হয়েছে জয়। তার মধ্যে দ্বিতীয় ম্যাচে নজিরবিহীন দুইবার সুপার ওভার দেখল ক্রিকেট বিশ্ব। আইপিএলের এবারের আসরে বিদেশি বোলারদের পাশাপাশি জ্বলে উঠেছে ভারতীয় বোলাররাও। আসুন দেখে নেয়া যাক আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ ১০ উইকেট সংগ্রহকারী তালিকা।

তালিকায় প্রথমেই রয়েছে দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার কাগিসো রাবাদা। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৯ উইকেট লাভ করেছেন তিনি। ইকোনমিক রেট ৭.৬৮। এর পরেই রয়েছে ভারতের বর্তমান সময়ের সেরা দুই ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সামি। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৫ উইকেট লাভ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বলা জসপ্রীত বুমরাহ। ইকোনমিক রেট ৭.৪৪।

অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের ফাস্ট বোলার মোহাম্মদ সামি এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৪ উইকেট লাভ করেছেন। ইকোনমিক রেট ৮.৫৯। তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান হাতিয়ার যুজবেন্দ্র চাহাল। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩ উইকেট লাভ করেছেন তিনি। ইকোনমিক রেট ৭.৬৪।

তালিকায় পঞ্চম নম্বরে রয়েছে রাজস্থান রয়েলসের ফাস্ট বোলার জাফর আর্চার। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২ উইকেট লাভ করেছেন তিনি। ইকোনমিক রেট ৬.৯৫। তালিকায় ষষ্ঠ নম্বরে রয়েছে এবারের আসরের সবচেয়ে গতি সম্পন্ন ফাস্ট বোলার অ্যানরিচ নর্টজে। দিল্লি ক্যাপিটালসের এই ফাস্ট বোলার এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২ উইকেট লাভ করেছেন।ইকোনমিক রেট ৭.৭৫।

তালিকার সপ্তম নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের আরেক ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২ উইকেট লাভ করেছেন তিনি। ইকোনমিক রেট ৮.৪৬। তালিকা অষ্টম নম্বরে রয়েছে লেগ স্পিনার রাশিদ খান। সানরাইজার্স হায়দারাবাদের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার এখন পর্যন্ত ৯ ম্যাচে ১১ উইকেট লাভ করেছেন। এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। ইকোনমিক রেট ৫.৫২।

তালিকায় নবম নম্বরে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের আরেক বলার রহুল চাহার। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১১ উইকেট লাভ করেছেন তিনি। ইকোনমিক রেট ৭.৪০। তালিকার দশম নম্বরে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদের তরুণ ফাস্ট বোলার টি নটরাজন। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১১ উইকেট লাভ করেছেন তিনি। ইকোনমিক রেট ৮.৪৬।