মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন অলরাউন্ডার আফিফ হোসেন। শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান আফিফ এবং মুশফিক। বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে আজকের ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন ফাস্ট বোলর রুবেল হোসেন।
ইনিংসের দ্বিতীয় ওভারে ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। এরপর দলীয় ২৭ রানের মাথায় ৩ রান করে রুবেল হোসেনের বলেই প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ৩১ রানের মাথায় ১৯ রান করে আউট হন পারভেজ ইমন। সুমন খানের বলে আউট হন তিনি।
তবে এইদিনও দারুন খেলছেন মুশফিকুর রহিম। আফিফ হোসেন এবং মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে নাজমুল একাদশ। ৬ চারের সাহায্যে এই টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আরো বিধ্বংসী রূপে খেলতে থাকেন আফিফ হোসেন।
তবে দলীয় ১৭৮ রানের মাথায় রান আউট হন আফিফ হোসেন। দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরি মিস করেছেন আফিফ হোসেন। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়েছেন তিনি। ১০৮ বলে ১০ টিচার এবং একটি ছক্কা সাহায্যে ৯৮ রান করে রান আউট হয়েছেন আফিফ হোসেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করেছে নাজমুল একাদশ। মুশফিকুর রহিম ৪৮ রান করে অপরাজিত রয়েছেন।
এই ম্যাচে দুদলের একাদশে এসেছে একাধিক পরিবর্তন। নাজমুল একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ ও আবু জায়েদ রাহি। অন্যদিকে মাহমুদউল্লাহ একাদশে এবাদত হোসেনকে সুপার সাব হিসেবে রাখা হয়েছে। একাদশে আছেন মাহমুদুল হাসান জয়ও।
মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, সুমন খান ও রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী (সুপার সাব)।
নাজমুল একাদশ : সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।