আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ ১০ রান সংগ্রহকের তালিকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে পয়েন্ট টেবিলে একদম তলানিতে থাকলেও রান সংগ্রহের তালিকায় সবার ওপরে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের দুই ওপেনার ব্যাটসম্যান। আসুন দেখে নেই আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ ১০ রান সংগ্রাহকের তালিকা।

সবার প্রথমে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। আইপিএলের এবারের আসরের দুটি সেঞ্চুরি মধ্যে তিনি করেছেন একটি। অন্যটি করেছেন তার সতীর্থ মায়াঙ্ক আগরওয়াল। তাই রান সংগ্রহের তালিকায় প্রথমেই রয়েছেন এই দুই ব্যাটসম্যান।

৮ ম্যাচে ৭৪.৬৬ গড়ে ৪৪৮ রান সংগ্রহ করেছেন কেএল রাহুল। আইপিএলের এবারের আসরে একটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তালিকার পরের স্থানে রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের আরেক ওপেনার ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়াল। ৮ ম্যাচে ৪৭.৭৫ গড়ে ৩৮২ রান সংগ্রহ করেছেন আগরওয়াল। একটি সেঞ্চুরিসহ দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংস এর টপ অর্ডার ব্যাটসম্যান ফাফ দু প্লেসিস। ৮ ম্যাচে ৫১.৬৬ গড়ে ৩০৭ রান সংগ্রহ করেছেন তিনি। তিনটি হাফ সেঞ্চুরি করেছেন ফাফ দু প্লেসিস। টুর্নামেন্টের শুরুটা তেমন ভালো করতে না পারলেও ঠিকই ব্যাট হাতে জ্বলে উঠেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অধিনায়ক ৮ ম্যাচে ৬০.৮০ গড়ে ৩০৪ রান সংগ্রহ করেছেন। দুইটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তালিকার পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ৮ ম্যাচে ৪২.৫৭ গড়ে ২৯৮ রান সংগ্রহ করেছেন। দুইটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৮ ম্যাচে ৩৫.৫০ গড়ে ২৮৪ রান সংগ্রহ করেছেন ডেভিড ওয়ার্নার। দুইটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তালিকার সপ্তম স্থানে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদের আরেক ওপেনার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ৮ ম্যাচে ৩৫.০০ গড়ে ২৮০ রান সংগ্রহ করেছেন। ৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

তালিকা অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এর তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। ৮ ম্যাচে ৩৯.২৮ গড়ে ২৭৫ রান সংগ্রহ করেছেন। দুইটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তালিকার নবমস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

৮ ম্যাচে ৩৮.৪২ গড়ে ২৬৯ রান সংগ্রহ করেছেন। ৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তালিকার ১০ নম্বরে রয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার ব্যাটসম্যান দেবদূত পদিক্কাল। ৮ ম্যাচে ৩২.৬২ গড়ে ২৬১ রান সংগ্রহ করেছেন। ৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।