বিসিবি প্রেসিডেন্ট কাপের আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। মাহমুদুল্লাহ একাদশ বনাম নাজমুল একাদশ এর মধ্যকার ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের দ্বিতীয় রাউন্ড। বাংলাদেশ সময় আগামীকাল দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এদিকে প্রথম রাউন্ড শেষে প্রতিটি দল একটি করে ম্যাচে জয়লাভ করেছে।
প্রথম ম্যাচে মাহমুদুল্লাহর একাদশকে ৪ উইকেটে হারিয়েছে নাজমুল একাদশ। দ্বিতীয় ম্যাচে তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ একাদশ। এবং তৃতীয় ম্যাচে নাজমুল একাদশকে ৪২ রানে হারিয়েছে তামিম একাদশ।
আজকের ম্যাচে মাহমুদুল্লাহর একাদশে আসতে পারে পরিবর্তন। এবাদত হোসেন এর পরিবর্তে একাদশে দেখা যেতে পারে আবু হায়দার রনি কে। এছাড়াও দ্বিতীয় ম্যাচে ভালো বোলিং করলেও একাদশ থেকে বাদ পড়তে পারেন মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন রকিবুল হাসান। এদিকে আজ একাদশে নাও দেখা যেতে পারে সাব্বির রহমানকে।
মাহমুদউল্লাহ একাদশের সম্ভাব্য একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, ইমরুল কায়েস, সুমন খান, রুবেল হোসেন, রাকিবুল হাসান, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব।
অন্যদিকে প্রথম ম্যাচের জয়ের পর দ্বিতীয় ম্যাচে তামিম একাদশের বিপক্ষে ম্যাচ হেরেছে নাজমুল একাদশ। তবে নাজমুল একাদশের স্বস্তির খবর এই যে রানে ফিরেছেন জাতীয় দলের রান মেশিন মুশফিকুর রহিম। তবে আজ ও নাজমুল একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। তরুণ ফাস্ট বোলার মুকিদুল ইসলাম মুগ্ধর পরিবর্তে একাদশে দেখা যেতে পারে আবু জাহেদ রাহীকে।
নাজমুল (শান্ত) সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার (সহ অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জাহিদ রাহি, মোহাম্মদ নাইম হাসান ও রিশাদ আহমেদ।