গতকাল নাজমুল একাদশের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে তামিম একাদশ। মাশরাফি বিন মুর্তজা পরিবর্তে বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়ক এর দায়িত্ব পাওয়ার পর খেলা বন্ধ থাকার কারণে এখনো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব করতে পারেননি তামিম।
তবে তার আগে নিজেকে প্রস্তুত করার জন্য বিসিবি প্রেসিডেন্ট কাপ কে বেছে নিয়েছেন তামিম ইকবাল। তামিম বলেন, ‘প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।
প্রত্যেক খেলাই আমার জন্য শেখার মঞ্চ। আজকের পরিস্থিতিতে আমি কীভাবে নিজেকে সামাল দিলাম; এরকম পরিস্থিতি আবার আসলে, আজকে যেসব ভুল সিদ্ধান্ত নিয়ে তা আবার নিচ্ছি কি না নাকি উন্নতি করছি এসব খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘সব সময় আমি বলে এসেছি- আমি অভিজ্ঞ অধিনায়ক নই। তাই প্রত্যেক খেলাই আমার জন্য শেখার জায়গা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে শিখতে চাই, উন্নতি করতে চাই।’