ক্রিকেট বিশ্বে ‘ইউনিভার্স বস’ বলে ডাকা হয় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলকে। টি-টোয়েন্টি ক্রিকেটের অনেকগুলি বিশ্বরেকর্ড এই ক্রিকেটার দানবের দখলে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক অনেক আগেই স্পর্শ করেছিলেন ক্রিস গেইল।
সেই তালিকায় পরে যোগ হয়েছেন তারই জাতীয় দলের সতীর্থ কাইরন পোলার্ড এবং পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। তবে এদেরকে ছাড়িয়ে আরো একটি রেকর্ড গড়েছেন কিস গেইল। দীর্ঘদিন পর গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন ক্রিস গেইল।
এই ম্যাচে খেলতে নেমে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে কেবল বাউন্ডারি হাঁকিয়ে দশ হাজার রান স্পর্শ করেছেন তিনি। ক্যারিয়ারে করা মোট ১৩ হাজার ৩৪৯ রানের মধ্যে শুধু চার-ছক্কা মেরেই তিনি নিয়েছেন ১০ হাজার ৬ রান।
গতকাল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪৫ বলে করেছেন ৫৩ রান। যেখানে বাউন্ডারি থেকেই আসে ৩৪ (১ চার ও ৫ ছয়)। এই ইনিংসের পরই টি-টোয়েন্টি ক্যারিয়ারে শুধু চার-ছক্কায় গেইলের রান ১০ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মোট ৪০৫ ম্যাচে ৩৯৭ ইনিংসের তিনি রান সংগ্রহ করেছেন ১৩৩৪৯।
এতে চারের সংখ্যা ১০২৭ ও ছক্কা হাঁকিয়েছেন ৯৮৩টি। অর্থাৎ চার মেরে ৪১০৮ এবং ছক্কার মারে ৫৮৯৮ রান করেছেন এই বাঁহাতি। যা যোগ করলে দাঁড়ায় ১০ হাজার ৬ রান। চার-ছক্কা মেরে সর্বোচ্চ রান তোলার ক্ষেত্রেও গেইলের পরে স্বদেশি পোলার্ডের অবস্থান। তিনি ৬৬৫টি চার ও ৬৮৫ ছক্কায় করেছেন ৬৭৭০ রান।