টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করল কলকাতা নাইট রাইডার্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে আগেই অধিনায়ক পরিবর্তন করল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের এবারের আসরে শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক।

কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়কের দায়িত্ব ছাড়তে হয়েছে তাকে। তার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে বর্তমান বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যানকে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়কত্ব নিয়ে বিভিন্ন ট্রলের শিকার হয়েছিলেন তিনি কার্তিক। কলকাতা নাইট রাইডার্স এর অধিকাংশ সমর্থকরাই তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর থেকেই নানা গুঞ্জন উঠেছিল তার অধিনায়কত্ব নিয়ে। শেষ পর্যন্ত তাকে সরিয়ে ইয়ন মরগ্যানকে অধিনায়ক পড়েছে কলকাতা নাইট রাইডার্স।