আগামী কালকের ম্যাচের জন্য মাহমুদুল্লাহ একাদশের এর সম্ভাব্য একাদশ

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের দ্বিতীয় রাউন্ড। সিরিজের চতুর্থ ম্যাচে আগামীকাল আবারো মাহমুদুল্লাহ একাদশ মুখোমুখি হবে নাজমুল একাদশের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এদিকে প্রথম রাউন্ড শেষে প্রতিটি দল একটি করে ম্যাচে জয়লাভ করেছে। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহর একাদশকে ৪ উইকেটে হারিয়েছে নাজমুল একাদশ। দ্বিতীয় ম্যাচে তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ একাদশ। এবং তৃতীয় ম্যাচে নাজমুল একাদশকে ৪২ রানে হারিয়েছে তামিম একাদশ।

আগামী কালকের ম্যাচে মাহমুদুল্লাহর একাদশে আসতে পারে পরিবর্তন। মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব। স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।