মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে আগামী কালকের ম্যাচের জন্য নাজমুল (একাদশ) এর সম্ভাব্য একাদশ

বিসিবি প্রেসিডেন্ট কাপ নামে তিন দলীয় একটি ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামীকাল দুপুর ১:৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশ মুখোমুখি হবে নাজমুল একাদশের বিপক্ষে। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে।

শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে নাজমুল একাদশ। ওপেনিংয়ে দেখা যেতে পারে জাতীয় দলের দুই ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান। টপ অর্ডারে প্রধান নাজমুল হোসেন শান্ত ছাড়াও রয়েছে জাতীয় দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মিডিল অর্ডারে তৌহিদ হৃদয় এবং আফিফ হোসেনের থাকাটা একপ্রকার নিশ্চিত।

এছাড়াও একাদশে দেখা যেতে পারে ইরফান শুক্কুরকে। ৩ ফাস্ট বোলার নিয়ে একাদশ হতে পারে নাজমুল হোসেন শান্ত। সেক্ষেত্রে একাদশে নিশ্চিত তাসকিন আহমেদ এবং আল-আমিন হোসেনের। এছাড়াও একাদশে দেখা যেতে পারে ফাস্ট বোলার আবু জাহেদ রাহীকে।

স্পিনার হিসেবে আফিফ হোসেনের সাথে থাকবেন নাঈম হাসান। এছাড়াও টুর্নামেন্টে সুপার সাব সিস্টেমে বোলিং করতে পারবেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

নাজমুল (শান্ত) একাদশ (স্কোয়াড) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।