প্রেসিডেন্ট কাপ সিরিজের প্রথম ম্যাচের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের দলের সেরা একাদশ

আগামী ১১ অক্টোবর প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ বনাম নাজমুল হোসেন শান্ত একাদশ। দুই দলেই রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাধিক সদস্য। কেমন হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের একাদশ?

ওপেনিংয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার লিটন দাস এর সাথে দেখা যেতে পারে নাঈম শেখকে। টপ অর্ডারে রয়েছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। অভিজ্ঞ ইমরুল কায়েসের সাথে রয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মিডল অর্ডারে সাব্বির রহমান অথবা মমিনুল হক এর মধ্যে দেখা যাবে যে কোন একজনকে।

উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে থাকছেন কাজী নুরুল হাসান সোহান। এছাড়াও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের একাদশে থাকা একপ্রকার নিশ্চিত। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ এর।

তার পরিবর্তে একাদশে সুযোগ হতে পারে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল থেকে উঠে আসা তরুণ ফাস্ট বোলার মৃত্তুঞ্জয় চৌধুরি। একাদশের বাকি ২ ফাস্ট বোলার হলেন রুবেল হোসেন এবং এবাদত হোসেন। একাদশে শেষ ক্রিকেটার হিসেবে জায়গা করে দিতে পারেন অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের স্পিনার রকিবুল হাসান।

এছাড়াও টুর্নামেন্টে সুপার সাব সিস্টেমে বোলিং করতে পারবেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তবে তিনি ব্যাটিং করতে পারবেন না। সেক্ষেত্রে একাদশে একজন বাড়তি ব্যাটসম্যান দেখা যেতে পারে।

মাহমুদুল্লাহ রিয়াদের দলের সম্ভাব্য একাদশ : নাঈম শেখ, লিটন দাস, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মমিনুল হক / সাব্বির রহমান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, এবাদত হোসেন, মৃত্তুঞ্জয় চৌধুরি, রকিবুল হাসান।

মাহমুদউল্লাহ একাদশ (স্কোয়াড) : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।