এ বছরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশ এর মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছুই এক প্রকার চূড়ান্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত করোনাভাইরাস এ কারণে স্থগিত হয়ে যায় সেই টি-টোয়েন্টি সিরিজ।
তবে এখনো এই সিরিজ আয়োজন করতে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুজিব বর্ষ উপলক্ষে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ হবার কথা ছিল সেটি এখনও বিসিবির পরিকল্পনার মধ্যে আছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির প্রধান নিবার্হী বলেন, ‘আমাদের তো এখনো পরিকল্পনায় রয়েছে। কিন্তু আপনারা জানেন যে বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে…মুজিব শতবর্ষ উদযাপনে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল।’
‘পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে থাকলে আমরা কিন্তু সেটাকে এখনো একেবারেই আমাদের পরিকল্পনার বাইরে নিয়ে যাইনি। আমাদের প্ল্যানিং সেভাবেই আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আয়োজন করার প্ল্যান আছে।’