তামিম ভাইয়ের দলে খেলা সত্যিই স্বপ্নের মতো : তানজিদ হাসান তামিম

বড়দের মঞ্চে নিজেকে দারুন ভাবে তুলে ধরার জন্য দারুন একটি সুযোগ পেয়েছে যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার তানজিদ হাসান তামিম। ছোটবেলার আইডল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে আগামী ১৩ অক্টোবর ওপেনিংয়ে দেখা যেতে পারে এই তরুণ ব্যাটসম্যানকে। তামিম ইকবালের মত বড় একজন ব্যাটসম্যানের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করা স্বপ্নের মতো বলে জানিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান।

“তামিম ভাইয়ের দলে খেলা সত্যিই স্বপ্নের মতো। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমি সব সময় তামিম ভাইয়ের থেকে শেখার চেষ্টা করেছি। যদি তার সঙ্গে ওপেনিং করার সুযোগ হয়, ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ হয় তাহলে সত্যিই দারুণ কিছু হবে।’

তানজিদ হাসান তামিম মনে করছেন নিজের প্রতিভা তুলে ধরতে এটাই তার কাছে সবচেয়ে বড় মঞ্চ। ‘বিশ্বকাপের পর আমাদের ঘরোয়া ক্রিকেট খেলার কথা ছিল। ঢাকা লিগ চলছিল এরপর প্রথম শ্রেণির ক্রিকেটও হতো। কিন্তু করোনার কারণে হয়নি। দীর্ঘদিন পর মাঠে ফেরার সুযোগ হয়েছে।

এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। শুরুতেই আমরা জাতীয় দলের ক্রিকেটারদের পাচ্ছি। আমাদের সামর্থ্য, প্রতিভা তুলে ধরার বড় মঞ্চও এটি। বিশেষ করে সিনিয়রদের থেকে শেখার প্রক্রিয়া এখান থেকেই শুরু হচ্ছে। এজন্য আমি খুব খুশি।’