আগামী ১৩ অক্টোবর মাহমুদুল্লাহ রিয়াদের দলের বিপক্ষে তিন দলের ওয়ানডে সিরিজের নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে তামিম ইকবাল একাদশ। তরুণদের নিয়ে গড়া তামিম ইকবাল একাদশ কেমন হয়েছে?
তামিম ইকবালের একাদশে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সহ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী কয়েকজন তরুণ ক্রিকেটার। ওপেনার হিসেবে তামিম ইকবালের সাথে রয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম।
এছাড়াও ওপেনার হিসেবে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়ের উইকেটকিপার ব্যাটসম্যান আনামুল হক বিজয়। টপ অর্ডারে অনেকটাই শক্তিশালী তামিম ইকবালের দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোহাম্মদ মিঠুন রয়েছেন তামিমের দলে।
এছাড়াও ইয়াসির আলী রাব্বি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের আরেক ব্যাটসম্যান শাহাদত হোসেন দিপু এবং অধিনায়ক আকবর আলী রয়েছেন এই দলে। তবে ব্যাটসম্যানদের তুলনায় তামিম ইকবালের দল বোলিংয়ে অনেক শক্তিশালী।
তামিম ইকবালের দলে রয়েছেন জাতীয় দলের সেরা কয়েকজন বোলার। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সাথে রয়েছেন ওয়ালরাউনডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও ফাস্ট বোলিংয়ে রয়েছেন সৈয়দ খালেদ আহমেদ এবং অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের ফাস্ট বোলার শরিফুল ইসলাম।
স্পিন বোলিংয়ে মেহেদী হাসানের সাথে রয়েছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম। এছাড়াও স্পেশাল লেগস্পিনার মিনহাজুল আবেদিন আফ্রীদি খেলবেন তামিম ইকবালের একাদশের হয়ে।
তামিম একাদশ : তামিম ইকবাল খান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, আকবর আলি, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।