তিন দলের ওয়ানডে সিরিজের একাদশে সুযোগ পেলে কাজে লাগাতে চান আকবর আলী

আগামী ১১ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের দলে খেলবেন বাংলাদেশ যুব দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন আকবর আলী।

বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ৪৩ রান করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। তারই সুবাদে এবার সরাসরি সুযোগ পেলেন বড়দের টুর্নামেন্টে। তামিম ইকবালের দলে সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত আকবর আলি।

টুনামেন্ট বড়দের কাছ থেকে অনেক কিছু শিখতে চান তিনি এছাড়াও একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন আকবর আলি। ‘আমি খুব রোমাঞ্চিত এই সিরিজটি নিয়ে। তবে রোমঞ্চিত হলেও কঠিন করে ভাবছি না যে বড়দের সঙ্গে ম্যাচ বলে পারবো না।

সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আশা করি, অনেক কিছু শিখতেও পারবো। যদি সুযোগ পাই চেষ্টা করবো যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করার। গত কিছুদিনের ঘাটতিগুলো কমাতে পরিশ্রম করেছি। আশা করি, ভালো কিছু করতে পারবো।’