পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ আইপিএল এর একমাত্র ম্যাচে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১০ রানে জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স।
এইদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৬৮ রানের টার্গেটে দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন শেন ওয়াটসন এবং ৩০ রান করেছেন আম্বাতি রাইডু।
আইপিএলে আজকের একমাত্র ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাতি এবং শুভমান গিল মিলে সূচনাটা ভালোই করেছিলেন। কিন্তু ৪.২ ওভারে ১২ বলে ১১ রান করে আউট হয়ে যান শুভমান গিল।
এরপর একে একে ব্যাটসম্যানরা আসলেন আর গেলেন। অন্যপ্রান্তে দাঁড়িয়ে তা দেখলেন শুধু রাহুল ত্রিপাতি। আজ সুনিল নারিনকে ইনিংস ওপেন করতে না পাঠিয়ে তাকে নামানো হলো চার নম্বরে। কিন্তু খুব বেশি কিছু করতে পারেননি তিনি। ৯ বলে খেলেন কেবল ১৭ রানের ইনিংস।
কলকাতার মূল ব্যাটিং শক্তি ইয়ন মরগ্যান মাঠে নামেন ৫ নম্বরে। ১০ বলে ৭ রান করে আউট হয়ে যান তিনি। আন্দ্রে রাসেল করেন ৪ বলে ২ রান। দিনেশ কার্তিক সাত নম্বরে ব্যাট করতে নেমে ১১ বলে করেন ১২ রান। এরই মধ্যে ৫১ বল মোকাবেলা ৮১ রান করে আউট হন রাহুল ত্রিপাতি।৮টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মারেন ৩টি।
প্যাট কামিন্স ৯ বল খেলে করেন ১৭ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৭ রান তুলে অলআউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের বোলার ডোয়াইন ব্র্যাভো ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৩ উইকেট। স্যাম কুরান, শার্দুল ঠাকুর এবং করন শর্মা নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনই কেবল লড়াই করলেন। ৪০ বলে তিনি খেললেন ৫০ রানের ইনিংস। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারলেন ১টি। এছাড়া আম্বাতি রাইডু ২৭ বলে খেলেন ৩০ রানের ইনিংস। রবীন্দ্র জাদেজা করেন ৮ বলে ২১ রান। ফ্যাফ ডু প্লেসি করেন ১০ বলে ১৭ রান। ১২ বল খেলে ১১ রান করেন মহেন্দ্র সিং ধোনি।
উইকেট হাতে ছিল ৫টি। তবুও ১০ রানে হারতে হলো ধোনির দলকে। ১৫৭ রানে থেমে যেতে হলো চেন্নাই সুপার কিংসকে। মূলতঃ কেকেআরের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখেই থেমে যেতে হলো তাদেরকে।
প্যাট কামিন্স আজ উইকেট নিতে পারেননি। তবে ৪ ওভারে দিয়েছেন কেবল ২৫ রান। শিভাম মাভি ৩ ওভারে ৩২ রান দিয়ে নেন ১টি উইকেট। বরুন চক্রবর্তী ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। কমলেশ নাগরকোটি করেন ৩ ওভার। রান দেন ২১টি। উইকেট নেন ১টি। সুনিল নারিন ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট এবং আন্দ্রে রাসেল করেন ২ ওভার। ১৮ রান দিয়ে নেন ১ উইকেট।