আগামী নভেম্বরে শুরু হচ্ছে পাঁচ দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। গতকালকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সাথে তিনি জানিয়েছিলেন এই ক্রিকেট লীগে বিদেশি খেলোয়াড়দের খেলার ব্যাপারে এখনও আলোচনা চলছে।
তবে বিসিবির ভিতরের খবর প্রত্যেক দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখতে পারবে। বিষয়টি চূড়ান্ত না হলেও এমন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন দুই-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে বোর্ড সূত্রে জানা গেছে একজন করে বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন নাজমুল হাসান পাপন।
দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেট ফেরায় বিসিবি চাচ্ছে টুর্নামেন্টটা হইচই ফেলুক। এজন্য ভালো মানের বিদেশি আনার প্রস্তাব উঠেছিল নীতিনির্ধারকদের আলোচনায়।
তবে করোনার ভয়াবহ পরিস্থিতিতে বিদেশ থেকে খেলোয়াড়দের বিশাল বহর আনার পক্ষে নয় বিসিবি। এজন্য প্রত্যেক দলে একজন করে বিদেশি খেলোয়াড়কে সুযোগ দিতে চায় তারা।
দেশের সবচেয়ে জমজমাট ঢাকা প্রিমিয়ার লিগে একজন করে বিদেশি ক্রিকেটার অংশগ্রহণ করতে পারে। করপোরেট টুর্নামেন্টও সেভাবে আয়োজনে বোর্ড অনুমতি দিয়েছে বলে জানা গেছে।