আবারো মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে নতুন গুঞ্জন। আলি খানের পরিবর্তে কলকাতায় দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল তেমন একটা ভালো অবস্থানে নেই কলকাতা নাইট রাইডার্স। চার ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলে চতুর্থস্থানে থাকলেও দলের পারফরম্যান্স এবং দীনেশ কার্তিকের অধিনায়কত্বে নিয়ে তেমন সন্তুষ্ট নন কলকাতা নাইট রাইডার্স এর সমর্থকরা।

এরই মধ্যে আবার নতুন করে একটি দুঃসংবাদ শুনতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলী খান। এর আগে কলকাতা নাইট রাইডার্সে হ্যারি গার্নের চোটে বদলি হিসেবে ডাক পেয়েছিলেন আলি খান। আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ হওয়া প্রথম যুক্তরাষ্ট্রের ক্রিকেটার খান।

এদিকে আইপিএলের এখনো অনেক ম্যাচ বাকি। তাই আলি খান এর পরিবর্তে নতুন ফাস্ট বোলারের সন্ধানে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেই তালিকায় আবারো উঠে এসেছে বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানের নাম। যদিও এর আগে কলকাতা নাইট রাইডার্স এর কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান।

কিন্তু সেবার শ্রীলঙ্কা সিরিজের কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত মোস্তাফিজুর রহমানের পরিবর্তে আলী খানকে দলে অন্তর্ভুক্ত করেছিল কলকাতা নাইট রাইডার্স। তাই আবারও মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সে দেখা যেতে পারে বলে মনে করছে ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার।

আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এরমধ্যে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে একবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন মুস্তাফিজ। ওই আসরের হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার।

আইপিএলের অন্যতম সফল বোলার মোস্তাফিজুর রহমান। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের উইকেটের বিবেচনায় মোস্তাফিজুর রহমানকে এগিয়ে রাখছে এই সংবাদমাধ্যম। মোস্তাফিজুর রহমান ছাড়াও এই তালিকায় রয়েছে আরও টিম সাউদি এবং লিয়াম প্লাঙ্কেট।