নভেম্বরে ভারত সিরিজের জন্য শর্ত শিথিল করছে শ্রীলঙ্কা?

শ্রীলংকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া১৪ দিনের আইসোলেশনের কারণে স্থগিত হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশকে না পেয়ে এখন শ্রীলংকা ক্রিকেট বোর্ড আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে।

নভেম্বরে ভারত নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চায় শ্রীলংকা ক্রিকেট বোর্ড। কিন্তু দুই দলের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের দেওয়া আইসোলেশন শর্ত। তবে কি ভারতের জন্য শর্ত শিথিল করতে যাচ্ছে শ্রীলঙ্কা?

খেলতে গেলে দুই সপ্তাহের হোটেলবন্দি কোয়ারেন্টাইনের কড়া শর্তারোপকে কীভাবে দেখছে ভারত- এমন প্রসঙ্গে বিসিসিআইর এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘কোয়ারেন্টাইনের মেয়াদ একটা বড় ইস্যু, কারণ বাংলাদেশ সিরিজ স্থগিত হয়ে যেতে দেখলাম আমরা। তবে আমরা আশাবাদী যে, মেয়েদের শ্রীলঙ্কা সফরটি হবে।’

ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টাইনের শর্ত শিথিল করবে। তবে গত মাসের শেষদিকে বাংলাদেশ দলের সফর নিয়ে যখন আলোচনা চলছিল, তখন মন্ত্রণালয়কে অনুরোধ করেও রাজি করাতে পারেনি এসএলসি।

ভারতীয় বোর্ড অবশ্য শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী হচ্ছে দুবাই অবস্থানের কারণে। ৯ নভেম্বর নারী আইপিএল শেষ হলে আরব আমিরাত থেকে সরাসরি কলম্বোয় চলে যেতে পারেন ভারতের মেয়েরা।