ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) রাজস্থান রয়েলসকে ৫৭ রানে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মুম্বাই ইন্ডিয়ান্স। এইদিন বল হাতে বিধ্বংসী বোলিং করেছেন ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। ২০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট।
টসে জিতে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের ৪৭ বলে ৭৯ রানের ঝকঝকে এক ইনিংসে ভর করেই ৪ উইকেটে ১৯৩ রানের বড় পুঁজি পায় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে রাজস্থান রয়েলস।
টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় মুম্বাই ইন্ডিয়ান্স। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার রোহিত শর্মা আর কুইন্টন ডি কক ২৯ বলের তুলেন ৪৯ রান। ১৫ বলে ২৩ রান করা ডি কককে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে এই জুটিটি ভাঙেন কার্তিক ত্যাগি।
তবে অন্য প্রান্ত থেকে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শ্রেয়াস গোপালের করা ইনিংসের দশম ওভারে জোড়া ধাক্কা খায় মুম্বাই। রাজস্থান লেগস্পিনারকে তুলে মারতে গিয়ে ওভারের প্রথম বলে বাউন্ডারিতে ক্যাচ হন রোহিত। ২৩ বলে ২ চার আর ৩ ছক্কায় মুম্বাই দলপতি তখন ৩৫ রানে। পরের বলেই শূন্য রানে আউট ইশান কিষাণ।
এতে রানের গতি অনেকটাই কমে যায় মুম্বাইয়ের। আগের ম্যাচে ৪ বলে ২০ রানের তাণ্ডব দেখানো ক্রুনাল পান্ডিয়া এবার ব্যাট হাতে ব্যর্থ। ১৭ বলে ১২ রান করে জোফরা আর্চারের শিকার হন তিনি।
তবে দারুণ ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। ৩৩ বলে তুলে নেন এবারের আইপিএলে নিজের প্রথম ফিফটি। তারপরও দলকে ঝড়ো ব্যাটিংয়ে নিয়ে গেছেন একদম শেষ পর্যন্ত। ৪৭ বলে গড়া তার ৭৯ রানের হার না মানা ইনিংসটিতে ছিল ১১টি চার আর ২টি ছক্কার মার।
মুম্বাইকে বড় পুঁজি এনে দেয়ার পেছনে হার্দিক পান্ডিয়ার অবদানও কম নয়। ১৯ বলে তিনি অপরাজিত থাকেন ৩০ রানে, যে ইনিংসে ২টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কাও।
বিস্তারিত আসছে…