আগামী ১১ অক্টোবর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে সিরিজ। সামনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কে সামনে রেখেই মূলত তোড়জোড় শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি হিসেবেই এই ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
এছাড়া আগামী নভেম্বরে ৫ দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে এই টুর্নামেন্টের নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মত বড় আসর না হলেও এই টুর্নামেন্টে দেখা যেতে পারে একাধিক বিদেশি ক্রিকেটার। তবে এই সব সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবি বস। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি।
তবে এটা কি করপোরেট লিগ হবে নাকি গত বিপিএলের মত বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে, এটা আমি বলতে পারছি না। বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি। তিনটা করপোরেট হাউজের সঙ্গে কথা হচ্ছে। তবে তারা কোনো না কোনোভাবে বোর্ডের সাথে জড়িত। তারা রাজি। এমনও হতে পারে, বোর্ডে এবং করপোরেট হাউজগুলোকে নিয়ে একটা টর্নামেন্ট হবে।’
বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, পাঁচ দলকে নিয়ে যে টুর্নামেন্ট শুরু হবে মধ্য নভেম্বরে। বিদেশি ক্রিকেটারও খেলতে পারে সেখানে। প্রতিটি দলে ১৫ জন করে ৭৫ জন খেলোয়াড়কে খেলার সুযোগ করে দিতে দিতে পারি। বিদেশি নিবো কি নেবো না পরে বসে ঠিক করবো।