দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের বর্তমান তরুণ ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রীদি। কিছুদিন ধরেই অফ ফর্মের ছিলেন পাকিস্তানের তরুণ এই ফাস্ট বোলার। তবে হারিয়ে যাওয়ার পর নিজেকে আবার নতুন রূপে খুঁজে পেয়েছেন তিনি। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে বল হাতে তান্ডব চালাচ্ছিলেন তিনি।
মাত্র ১৫ দিনের মধ্যে ৫ ম্যাচের তিনটিতে শিকার করলেন পাঁচ উইকেট। হ্যাম্পশায়ারের জার্সিতে মিডলসেক্সের বিপক্ষে গুনে গুনে ছয় উইকেট নিয়েছিলেন আফ্রিদি। আর মধ্যে ডাবল হ্যাটট্রিকের (টানা চার বলে চার উইকেট) ঘটনাও রয়েছে।
সবচেয়ে বড় বিষয় ডাবল হ্যাটট্রিক করার পথে চার ব্যাটসম্যানকেই বোল্ড করেছিলেন আফ্রিদি। সে ম্যাচে নেন ক্যারিয়ার সেরা ১৯ রানে ৬ উইকেট। টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে ফিরে নিজ দেশে ন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট খেলছেন তিনি।
ওই টুর্ণামেন্টে ৪ ম্যাচের মধ্যে দুই ম্যাচে ৫ উইকেট করে নিয়েছেন তিনি। আর তাতেই জায়গা করে নিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশে।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফাইফার (পাঁচ উইকেট শিকার) সংখ্যায় সাকিবকে স্পর্শ করলেন ২০ বছর বয়সী এই পাকিস্তানি পেসার। সাকিবের সমান চারটি ফাইফারের মালিক হলেন আফ্রিদি। তাদের সামনে এখন কেবল লাসিথ মালিঙ্গা। এই লঙ্কান পেসার পাঁচটি ফাইফারের মালিক।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ফাইফার
১. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ২৮৯ ম্যাচে ৫ বার
২. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান) – ৫৬ ম্যাচে ৪ বার
৩. ডেভিড ওয়াইজ (দক্ষিণ আফ্রিকা) – ২০৩ ম্যাচে ৪ বার
৪. সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৩০২ ম্যাচে ৪ বার
এছাড়া ৩ বার ফাইফার নিয়েছেন অঙ্কিত রাজপুত (ভারত), অ্যান্ড্রু এলিস (নিউজিল্যান্ড), টম স্মিথ (ইংল্যান্ড), উমর গুল (পাকিস্তান), মোহাম্মদ সামি (পাকিস্তান) ও জেমস ফকনার (অস্ট্রেলিয়া)।