গতবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানকাড পদ্ধতি আউট করার পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ওই বছর কিংস ইলেভেন পাঞ্জাব এর অধিনায়ক থাকাকালীন সময়ে রাজস্থান রয়েলসের ব্যাটসম্যান জস বাটলারকে মানকাড পদ্ধতি আউট করেছিলেন রবীচন্দ্রন আশ্বিন।
এরপর থেকেই তাঁকে নিয়ে হয় তুমুল সমালোচনা। তবে গতকাল এর পুনরাবৃত্তি হতে যাচ্ছিল। ইনিংসের দ্বিতীয় ওভারে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওপেনার ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ কে সতর্ক করেন তিনি। তবে এটি ছিল তার এবারের আসরের ফাইনাল ওয়ার্নিং। এরপর আর কাউকে সতর্ক করবেন না বলে টুইটারে সাফ জানিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
টুইটবার্তায় এই অফ স্পিনার লিখেন, ‘বিষয়টি পরিস্কার করা দরকার। ২০২০ সালের জন্য এটি প্রথম ও শেষবারের মতো সতর্কবার্তা। আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি, পরে আমাকে দোষারোপ করতে পারবেন না। অ্যারন ফিঞ্চ আর আমি ভালো বন্ধু।’